মো. শরীফুল ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুরে ১ হাজার ৭০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ টাঙ্গাইল কোম্পানী। গ্রেফতারকৃত হচ্ছে পাবনা জেলাধীন সদর উপজেলার নিয়ামতুয়াপুর গ্রামের কুদ্দুস প্রামানিক ছেলে আলম মিয়া (২৫)। টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান জানান, বুধবার (২৯ মে) আনুমানিক রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন পিপিএম এর নেতৃত্বে সিপিসি-৩ এর একটি দল মির্জাপুরের জুঁই-জুঁথি ফিলিং স্টেশনের পাশে বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে আলম মিয়াকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার কোমরে প্যান্টের সাথে বিশেষ ভাবে রাখা একটি থলে থেকে ছোট ছোট ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে প্রতিটি প্যাকেটে দুইশটি করে আর অন্য একটিতে ৭০টি ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত আলমের নিকট থেকে একটি মোবাইল ফোন ও ২টি সীম কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।