নীলফামারী সংবাদদাতা॥ নীলফামারীর সৈয়দপুর শহরের বাস টার্মিনালে এক চিকিৎসকের প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। ২২ মে বুধবার দুপুর আনুমানিক ১টার সময় সংঘটিত এ দূর্ঘটনায় আহত পথচারী রাত আনুমানিক ১টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। মৃত পথচারীর নাম চিত্র রঞ্জন মহন্ত (৫০)। তিনি সৈয়দপুরের পাশ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর থানার খোলাহাটি পন্ডিত পাড়ার মৃত. নীলকন্ঠ মহন্তের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বুধবার দুপুরে নিহত চিত্র রঞ্জন মহন্ত সৈয়দপুরের বাজার থেকে ঝুট কাপড় কিনে বাড়ি ফেরার জন্য বাস টার্মিনালে গিয়ে পথ পারাপারের সময় পিছন দিক থেকে প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে সে গুরুত্বরভাবে আহত হলে উপস্থিত লোকজন তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১ টার দিকে সে মারা যায়। এদিকে দূর্ঘটনার পর চালক পালিয়ে গেলে কারের মালিক রংপৃুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রাকিবুল ইসলামকেসহ কারটি আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ কারটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং ডা. রাকিবুলকে ছেড়ে দেয়া হয়। পরে খবর পেয়ে নিহত পথচারীর পরিবারের লোকজন এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ নিয়ে যায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, নিহত চিত্র রঞ্জন মহন্তের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কারের মালিক কে ছেড়ে দেয়া হয়েছে। তবে চালক পলাতক থাকায় কারটি আটক করে রাখা হয়েছে।(ছবি আছে)