1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলে অপরাধ করায় অভিমানী বাবার আত্মহত্যা
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলে অপরাধ করায় অভিমানী বাবার আত্মহত্যা

মনিরুজ্জামান মনির:
  • প্রকাশিত: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৯৯ বার পড়েছে
Kodigram News

ছেলে অপরাধ করে জনতার হাতে ধরা পড়ায় লোকলজ্জার ভয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এক অভিমানী বাবা।জানাগেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের সোনাউল্লাহ মিয়ার ছেলে রুবেল (১৭) অপর দুই সহযোগী আশিক (১৮) ও সুমন (১৮) সহ গত শুক্রবার ৬ আগষ্ট রাতে গনাইরকুটি গ্রামের আব্দুল লতিফের একটি সাইকেল চুরি করে।

রোববার দুপুরে চুরি করা সাইকেল বিক্রির টাকা ভাগভাগি নিয়ে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হলে চুরির বিষয়টি জানাজানি হয়।এসময় পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রীজ পাড় বাজারের লোকজন রুবেলকে আটক করে। স্থানীয় জনতা রুবেলকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই এলাকার নির্মানাধীন একটি ব্রীজের কাজে ব্যবহৃত দু’টি চায়না ব্যাটারী ও একটি মর্টার চুরির করেছে বলে জানায়। পরে জনতা তাকে পুলিশে সোপর্দ করে।অপরদিকে ব্রীজ নির্মাণে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক শামীম রেজা জানান, প্রকল্প এলাকা থেকে মালপত্র খোয়া যাওয়ার তিনি গত ৫ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য সোলায়মান আলী জানান, চুরির অভিযোগে ছেলেকে পুলিশে দেয়ায় লোকলজ্জার ভয়ে রুবেলের বাবা সোনাউল্লাহ অভিমানে ওইদিন রাত ৭ টার দিকে ইঁদুর মারা বিষ সেবন। মুর্মূষুু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তিনি মারা যান। সোমবার সকাল এগারোটার দিকে তার দাফন সম্পন্ন হয়।ওসি আলমগীর হোসেন জানান, জনগন রুবেলকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। সে অপ্রাপ্ত বয়স্ক ,তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ না থাকায় ছেড়ে দেয়া হয়েছে। রুবেলের বাবা সোনাউল্লাহর মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD