র্যাব-১৪,সিপিসি-১,জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের উত্তরা ইটভাটা সংলগ্ন মোঃ আঃ লতিফের চায়ের দোকানের পাশে ৭ আগস্ট শনিবার রাত সাড়ে ১১টায় দিকে অভিযান চালিয়ে ২ বস্তা নকল দয়াল বিড়িসহ মোঃ আল আজাদ (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
ধৃত যুবক মোঃ আল আজাদ শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের কোড়ালিয়া কান্দা গ্রামের মোঃ মল্লিক হোসেনের ছেলে।এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪,সিপিসি-১,জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র্যাব সদস্যরা শনিবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা উত্তরা ইটভাটা সংলগ্ন মোঃ আঃ লতিফের চায়ের দোকানের দক্ষিণ পাশের পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।
এসময় ২ বস্তা (৫৯,৫০০ পিস) নকল দয়াল বিড়িসহ মোঃ আল আজাদকে হাতেনাতে আটক করে।পরে র্যাবের হাতে আটক মোঃ আল আজাদ এক স্বীকারোক্তিতে জানিয়েছে,সে দীর্ঘদিন ধরে এবং অবৈধভাবে দয়াল বিড়ি উৎপাদন করে শেরপুর জেলার বিভিন্ন হাটবাজারে সরবরাহ ও বাজারজাত করে আসছিল।এব্যাপারে ধৃত মোঃ আল আজাদকে সদর থানায় সোপর্দ করে র্যাব-১৪ এর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।