চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১০ টি ইউনিয়নে প্রায় ৬ হাজার মানুষ টিকা গ্রহণ করেছে।শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলে বেলা ৩টা পর্যন্ত। টিকা দিতে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেছেন ২৫ বছর ও তদূর্ধ্বরা। এদিন মহানগরে প্রায় ৫০ হাজার মানুষকে টিকা গ্রহণ করে বলে জানা যায়। সরজমিনে গিয়ে দেখা যায়, শনিবার হাটহাজারীর ১৩ নং দক্ষিন মাদার্শা ইউনিয়নের বটতলীতে সু-শৃঙ্খল ভাবে টিকা নিচ্ছে মানুষ। এই দিন মাদার্শার ১.২ ও ৩ নং ওয়ার্ডে প্রায় ৬শ মানুষ টিকা গ্রহণ করে।
এ বিষয়ে ১৩ নং দক্ষিন মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মজিদ জানান, ৩টি বুথে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে ৩টি করে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইউনিয়নের প্রতি কেন্দ্রে ২০০ জন করে ৬০০ জন টিকা নিয়েছেন।
হাটহাজারী উপজেলা কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম জানান, প্রতিটি ইউনিয়নে সু-শৃঙ্খল ভাবে টিকা নিচ্ছে মানুষ।হাটহাজারী উপজেলায় ১০ টি ইউনিয়নে প্রায় ৬ হাজার মানুষ টিকা গ্রহণ করেছে।সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম উপজেলাগুলোতে মোট ইউনিয়ন ১৯০টি। এছাড়া ১৩টি পৌরসভা রয়েছে। প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় একটি করে টিকাদান কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি কেন্দ্রে ৬০০ জন টিকা নিতে পারবেন। টিকাদানে প্রতি বুথে একটি করে টিম কাজ করছে। প্রতি টিমে ২ জন ভ্যাক্সিনেটর (টিকাদান কর্মী) ও ৩ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছেন।
টিকাদান কর্মসূচিতে হাটহাজারী উপজেলা কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন উপস্থিত ছিলেন।