নওগাঁ জেলায় গণ-ভ্যাকসিন প্রদান কর্মসূচীতে ভ্যাকসিন গ্রহণে সাধারন মানুষের ব্যপক সাড়া পরিলক্ষিত হয়েছে। করোনা প্রতিরোধে সরকার ঘোষিত গণ ভ্যাকসিনেশন কর্মসূচীর আওত্য়া মোট ৬২ হাজার ২শ ব্যক্তিকে টিকা প্রদান করা হচ্ছে।
নওগাঁ’র সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন, জেলার মোট ১১৩টি কেন্দ্রে শনবিার সকাল ৯টা থেকে এই গণ-ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। তাঁর দেয় তথ্যমতে জেলার জেলার ৯৯টা ইউনিয়ের ৯৯টি কেন্দ্র, নওগাঁ পৌরসভার ৯টি কেন্দ্র, নজিপুর পৌরসভায় ৩টি কেন্দ্র এবং ধামইরহাট পৌরসভার ২টি কেন্দ্রেসহ মোট ১১৩টি কেন্দ্রে এসব টিকা প্রদান কার্যক্রম চলছে।
ইউনিয়ন পর্যায়ের প্রতিটি কেন্দ্রে ৬শ জন করে ৯৯টি ইউনিয়নে মোট ৫৯ হাজার ৪শ ব্যক্তিকে এবং ৩টি পৌরসভার ১৪টি কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ২শ করে মোট ২ হাজার ৮শ ব্যক্তিকে এই টিকা প্রদান করা হচ্ছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে টিকা গ্রহন করতে নারী পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন গ্রহণ করতে দেখা গেছে।