কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চাড়া বিতরণ করা হয়। এ সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহের। পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম চৌধুরী।
এ সময় সভায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মবিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহাম্মেদ, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভ‚ইয়া, চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, শিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভ‚ইয়া, উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. লুৎফুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।