1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
চা-শ্রমিক হত্যার কয়েক ঘন্টার ব্যবধানে গ্রেফতার ৪
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চা-শ্রমিক হত্যার কয়েক ঘন্টার ব্যবধানে গ্রেফতার ৪

তিমির বনিক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার পড়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গরুর গোবর সরানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় রূপবতী হাজরা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হামলায় রূপবতীর ছেলে সাধন হাজরা ও সাধনের স্ত্রী সাথী হাজরা আহত হন।রোজ বুধবার (৪ আগষ্ট) বিকালে ভাড়াউড়া চা বাগানে এ ঘটনা ঘটে। মৃত রূপবতী হাজরা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিজয় হাজরার স্ত্রী।

সাধন হাজরা জানান, বিকালে তার মা গরুর গোবর বাসার সামনে নিয়ে ফেলেন। তখন তাদের প্রতিবেশী মৃত হিরালাল বাহাদুরের ছেলে লাল বাহাদুর এসে গোবর সরিয়ে নিতে বলেন এবং তার বাবার নাম ধরে গালিগালাজ দিতে থাকেন। পরে সাধন এসে তাকে থামতে বললে, লাল বাহাদুর ও তার দুই ভাই ধন বাহাদুর এবং আসুবাহাদুর তাদের ওপর হামলা চালান। এ হামলায় তারা তিনজন আহত হন।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাধন ও তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়। আর গুরুতর আহত রূপবতী হাজরাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থার অবনতি দেখে পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে।রাত ১০ ঘটিকার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ রোজ বৃহস্পতিবার (৫আগষ্ট) সিলেট এ এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে শ্রীমঙ্গলের উদ্দেশ্য রওয়ানা হন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল সাড়ে ৬ ঘটিকায় মূল আসামীর সহ ৪ জনকে সিন্দুরখান এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে লাল বাহাদুর হাজরা(৩৭) পিতা মৃত হীরা লাল হাজরা, বিকাশ হাজরা(২৩), রিপন হাজরা (১৯) তারা একে অপরের আপন ভাই, পিতা মৃত সুধাময়ী হাজরার সন্তান। এদের সাথে সহযোগিতায় ছিলেন ধনেশ্বরী হাজরা (৪৫) একা হাজরা স্বামী মৃত সুধাম হাজরা। সকলেই ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা। হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপতার করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পলাতক আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD