কুমিল্লার নাঙ্গলকোটে আক্তার হোসেন নুরুন্নবী নামের এক ব্যাক্তির বিরুদ্ধে ইট ক্রয়ের টাকা না দিয়ে উল্টো ব্রিকস মালিকদের নামে আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্রিকস মালিকরা।গতকাল সোমবার উপজেলার বক্সগঞ্জ ইউপি কোকালি গ্রামের বক্সগঞ্জ ব্রিকসের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনে লিখিত বক্তব্য ব্রিকসের শেয়ারদার আলাউদ্দিন কোম্পানী বলেন,২০১৩ সালে বক্সগঞ্জ ব্রিকস নামে যৌথ ব্যবসায় যাত্রা শুরু করেন তারা।সে অনুযায়ী একই ইউপির দক্ষিণ আলীয়ারা গ্রামের মৃত. শাহ আলমের ছেলে আক্তার হোসেন নুরুন্নবী ৬ লাখ ৫০ হাজার টাকা দিয়ে একটি শেয়ার নেন।তারই ধারাবাহিকতায় গত দুই বছর পুর্বে নুরুন্নবী ওই ব্রিকস থেকে ৮ লাখ ৩৬ হাজার ৮ শত টাকার ইট নিয়ে যায়।
পরে ওই টাকা হিসাবের জন্য বললে নুরুন্নবী ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের গাল মন্দ ও হুমকি ধমকি দেয়।একপর্যায়ে সে ব্রিকসে টাকা পাবে বলে আদালতে একটি মামলা দায়ের করেন।তাই এই মিথ্যা মামলা ও হয়রানি ঘটনার ন্যায় বিচারের দাবি জানান ইট ভাটার মালিকগন।এ সময় উপস্থিত ছিলেন-ব্রিকসের শেয়ারদার শাহ আলম চিশতি,আলী নোয়াব কোম্পানি,আবুল খায়ের,সেলিম কোম্পানি,সাইদুল হক কোম্পানি,হানিফ পন্ডিত ও খোকন কোম্পানি প্রমূখ।