কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১১ টায় ধান ক্ষেতের জালে একটি অজগর সাপ আটকা পড়ে। ৮ ফুট লম্বা এই অজগর সাপটিকে স্থানীয় সচেতন যুবকরা কায়দা করে একটি খাঁচায় বন্দী করে। খবর পেয়ে শুক্রবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক এবং উপজেলা বন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার শেষে সাপটিকে কুমিল্লার রাজেশপুর ইকু পার্কে হস্তান্তর করা হয়। সাপটিকে না মেরে প্রশাসনকে খবর দেয়ায়, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু এবং চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন।
সাপ আমাদের প্রিয় ধরণীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ প্রজাতি প্রাণী জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীর কোনো প্রাণী বিলুপ্ত হলে, পৃথিবী পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হয়। তাই সাপসহ যেকোনো প্রাণীকে হত্যা না করে সংরক্ষণ করা জরুরী। এরই অংশ হিসেবে উদ্ধার হওয়া অগজর সাপটিকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, “পৌরসভার লক্ষীপুর গ্রামের ধানক্ষেতের জালে গতকাল রাতে একটি অজগর সাপ আটকা পড়ে। আমি বিষয়টি জানতে পেরে, সাপটিকে উদ্ধার করে রাজেশপুর ইকু পার্কে হস্তান্তর করি।”