দিনাজপুরের বিরামপুরে বুধবার (২৮ জুলাই) মটর শ্রমিক ও কুলি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে সাময়িক কর্মহীন ২৭০টি মটর শ্রমিক ও ৯২টি কুলি পরিবারের মাঝে সরকারি এ খাদ্যদ্রব্য প্রদান করা হয়।বিতরণকৃত খাদ্যের প্রতিটি প্যাকেটে ১০কেজি চাল, ১কেজি আটা, ১কেজি ডাল, ১কেজি তেল, ১কেজি চিনি, ১কেজি লবণ ও ১প্যাকেট সেমাই দেওয়া হয়।
বুধবার সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু এবং পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউছার আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, কার্যকরি সদস্য আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান রয়েল সহ উপজেলার মটর শ্রমিক ও কুলিবৃন্দ।