1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মৌলভীবাজারের কমলগঞ্জে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ৬জন আহত
বাংলাদেশ । শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ।। ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ
ইউনিয়ন পরিষদ সদস্যপদ বিলুপ্তিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভসহ মানববন্ধন র‌্যাব-১১ এর অভিযানে ১৮ কেজি গাঁজা এবং ৭৩ বোতল ফেন্সিডিল’সহ ০২ জন গ্রেফতার। নালার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু মাছ নিয়ে বাকবিতন্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত শ্রীমঙ্গলে বিদ্যুৎ মেরামতে গিয়ে একজনের মৃত্যু ওসমানীনগরে ২কোটি টাকার সরকারী ভূমি দখলের চেষ্টা দূর্গাপূজায় আইনশৃস্খলা রক্ষায় সেনাবাহিনী বিজিবিসহ আইনশৃস্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বালিয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি নেতার ওপর আওয়ামীলীগ নেতার অতর্কিত হামলা চাঁদপুরে ইন্টারনেট ও ডিস ব্যবসার আদিপত্য কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের অস্ত্রের মহড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফুলবাড়ীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা

মৌলভীবাজারের কমলগঞ্জে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ৬জন আহত

তিমির বনিক :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৪৩ বার পড়েছে

আধিপত্য বিস্তারের জের ধরে চা বাগানের দুই পক্ষের দুই দফা সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন।আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মৌলভীবাজার জেলা সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।রোজ সোমবার (২৭জুলাই) রাত ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা পাত্রখোলা চা বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত চা বাগানে কাজ বন্ধ রাখে চা শ্রমিকরা।এ সময় বাগানের কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে।পরে চা শ্রমিকদের একাংশ স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রমিক সর্দার মোবারক হোসেন ও বর্তমান কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্তী (শিপন) এর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলমান রয়েছে।

এর জের ধরে সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,এক নারী চা শ্রমিকের ঘরের জন্য টিন দিতে বাগানের পঞ্চায়েতের প্রাক্তন সম্পাদক মোবারক হোসেন স্টোরকিপার অমর মিয়াকে বলেন,বিষয়টি দেবাশীষ চক্রবর্তী (শিপন) জানতে পারলে মোবারক ও শিপনের মধ্যে ফোনে কথাকাটাকাটি হয়।

পরে মোবারক হোসেনের বাসার সামনে দুই পক্ষের সংঘর্ষ হয়।দেশীয় লাঠিসোটা নিয়ে হামলায় জড়িয়ে পড়েন।এ সময়ে বাগানের পোস্টঅফিস লাইন এলাকায় মোবারক হোসেন (৪৮),তার স্ত্রী আছমা বেগম (৪০),মেয়ে লুৎফুন্নাহার আঁখি (১৭) ও চা শ্রমিক জীবন উরাং (২০) আহত হন।

পরে দ্বিতীয় দফায় বাজার লাইনে সংঘর্ষে কিষান অলমিক (২২),মধু কর্ম্মকার (৪৬) আহত হন।গুরুতর আহত মধু কর্ম্মকারকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ও কিষান অলমিককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।অন্য আহতরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় মঙ্গলবার(২৭জুলাই) শ্রমিকরা বাগানে কোন কাজ করেনি।এদিকে পাত্রখোলা চা বাগানে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দু’পক্ষের শ্রমিকদের মধ্যে উত্তেজনার সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১টায় দিকে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ সময় শ্রম অধিদপ্তর, শ্রীমঙ্গলের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ নাহিদুল ইসলাম,পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক মোঃ শামসুল ইসলাম (সেলিম) ঘটনাস্থল পরিদর্শন করেন।তারা আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনায় উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন।

শ্রমিকদের কাজে ফিরে যেতে অনুরোধ করেন।বাগানের পঞ্চায়েতের প্রাক্তন সম্পাদক মোবারক হোসেন বলেন,দেবাশীষ চক্রবর্তী (শিপন) গ্রুপের সদস্যরা আমার বসতবাড়িতে এসে হামলা করে টিনের বাউন্ডারি ভেঙ্গে আমাকে ও আমার স্ত্রী,মেয়েকে পিটিয়ে আহত করেছে এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।

পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী (শিপন) বলেন,মোবাইল ফোনে হুমকি দিয়ে মোবারক হোসেন ও তার দলবল নিয়ে সোমবার রাত পৌঁনে ১২টায় প্রথমে আমার বাড়িতে এসে হামলা করে দুইজনকে গুরুতর জখম করেছে।এর প্রতিবাদে জখমকারীর স্বজনরা পরে পাল্টা হামলা চালায়।

পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক মোঃ শামসুল ইসলাম সেলিম জানান,আসলে তাদের দীর্ঘদিনের এই সমস্যা।কিছুদিন আগেও তাদের মধ্যে এভাবে ঘটনা ঘটে।আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার এ ঘটনায় উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠকের মাধ্যমে ঘটনাটির সমাধান করা হবে।তবে মঙ্গলবার বিকেলে শ্রমিকরা বাগানের কাজে যোগ দেয়ার কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD