1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কুমিল্লায় কোতয়ালী থানার অভিযানে ১০মামলার আসামী ছিনতাইকালে আটক
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় কোতয়ালী থানার অভিযানে ১০মামলার আসামী ছিনতাইকালে আটক

নেকবর হোসেন :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৬৮ বার পড়েছে

কুমিল্লায় ১০ মামলার আসামী ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে সোহাগ ওরফে ক্যাম্বেলকে (৩০) ছিনতাইকালে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ জুলাই) কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। ক্যাম্বেল ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।এসময় তার সহযোগী হেলাল (২১) ও শরীফ (২২) নামে আরো দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

কোতয়ালি মডেল থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।জানা যায়,নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকায় ক্যাম্বেল তার সহযোগী অপর ছিনতাইকারীদের নিয়ে সড়কে চলাচলকারী লোকজনকে ছুরি ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনতাই করছে-এমন খবরের ভিত্তিতে কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএসআই হান্নান আল-মামুন ও এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের টিম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে।

এসময় একটি ছুরিসহ সন্ত্রাসী ক্যাম্বেলকে আটক করা হয়।পরে তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তার সহযোগি জেলার দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের বিল্লালের ছেলে হেলাল (২১) ও ফেনীর ফুলগাজী উপজেলা সদর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরীফকে (২২) আটক করে।অভিযান পরিচালনাকালে ধস্তাধস্তির সময় এএসআই হান্নান আল-মামুনের পায়ে রক্তাক্ত জখম হয়।

কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,ক্যাম্বেল ওই এলাকার আতঙ্ক এবং সে পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী।তার বিরুদ্ধে চুরি,ছিনতাই,ডাকাতি,চাঁদাবাজি,দ্রুত বিচার আইনসহ ১০টি মামলা চলমান রয়েছে।এর মধ্যে সে ৪টি মামলার গ্রেফতারী পরোয়ানার আসামি।সে দীর্ঘদিন ধরে পলাতক থেকে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।

ছিনতাইকালে তাকেসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।এ ঘটনায় ক্যাম্বেলসহ তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা হয়েছে।বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD