সুজন মজুমদার:
বরুড়া উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল বিকাল ৩টায় বরুড়া উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি জসিম উদ্দিন খোকনের সভাপতিত্বে সংগঠনের জরুরি সভায় উপস্থিত সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে কমিটি পুনর্গঠন করা হয়। সভায় সকল সদস্যদের সরাসরি ভোটে দৈনিক সংবাদ-এর বরুড়া উপজেলা প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাসকে সভাপতি, দৈনিক মানবজমিন ও দৈনিক শিরোনাম-এর বরুড়া প্রতিনিধি মো. ইকরামুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এছাড়াও সহসভাপতি মো. বিল্লাল হোসেন (দৈনিক আমাদের কুমিল্লা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (দৈনিক রুপসী বাংলা), সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রানা (দৈনিক জাতীয় অর্থনীতি), কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সাপ্তাহিক অপরাধ সংবাদের সম্পাদক জসিম উদ্দিন খোকন, মোতাহের হোসেন সেলিম (দৈনিক ঢাকার ডাক), মো. ওমর ফারুক মোল্লাকে নির্বাহী সদস্য সহ ১২ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি নির্বাচিত করা হয়। উক্ত কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে।