সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাই দি ষ্টাইলে চলছে নৌ পথে চাঁদাবাজী। পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে প্রশাসনের চোখে ফাকি দিয়ে জামালগঞ্জ, ধর্মপাশা ও বিশ্বম্ভরপুর উপজেলায় নৌ পথে অবাদে চলছে চাঁদাবাজী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বলগেট ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, বাই দি ষ্টাইলে জামালগঞ্জে নৌ পথে চাঁদাবাজী শুরু হয়েছে।
আমরা বিদেশী মানুষ জীবিকার কারণে বিভিন্ন স্থানে ঘুরে ফিরে কাজ করি, কিন্তু জামালগঞ্জ উপজেলার গজারিয়া, দুলর্ভপুর, রঙ্গাচর ও জয়শ্রী, আবিদনগর সহ কতিপয় কিছু নৌ পথের ইজারাদার, ইজার নাম ধরে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, প্রতি বলগেটে নিয়ম অনুযায়ী ১২০ টাকা, এখন ঈদকে সামনে রেখে প্রতি বলগেটে ১ হাজার থেকে ২ হাজার টাকা আদায় করছে, টাকা না দিলে মারা মারি করবে তাই নিরবে টাকা দিয়ে যাই। তিনি আরও বলেন, ভাই আমার নাম দিয়েন না, যদি দেন ওরা জানতে পারলে আমাকে মারদর করবে। আমার ছেলে মেয়ে আছে জিবীকা নির্বাহ করে দিনপাত করি।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম বলেন, দুলর্ভপুর রক্তি, সুরমা নদীতে ইজারাদার কর্তৃক চাঁদাবাজী করে, বলে অভিযোগ রয়েছে, পুলিশের অনুপস্থিতিতে চাঁদাবাজী শুরু করে। আমরা অভিযান চালাচ্ছি এই ব্যাপারে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, দুলর্ভপুর, লালপুর ও গজারিয়া সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজী হচ্ছে, আমার কাছে অনেক অভিযোগ আসে, আমি মাসিক সমন্বয় সভায় এই বিষয়ে আলোচনা করেছি, এবং প্রশাসনের কাছে জোরদাবী জানাচ্ছি চাঁদাবাজী বন্ধ করার জন্য। অপর দিকে ভৈরত থেকে নৌ ইজারা দিয়ে থাকে কিভাবে, কেমন করে আমার জানা নেই, এব্যাপারে কর্তৃপক্ষের সুদুষ্টি কামনা করি।