করোনা মহামারীর কারণে সার্বিক দিক বিবেচনা করে যশোরের বেনাপোল সীমান্ত বন্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে, তবে চালু থাকবে আমদানি রপ্তানি।
১৬ জুলাই (শুক্রবার) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্দর বন্ধের মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। তবে চালু থাকবে আমদানি রপ্তানি বাংলাদেশিদের দেশে ফেরার বিষয় আগের ঘোষনা বহাল থাকবে।
সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার, দেশে আসার অনুমতি পাবেন তারা এবং তাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান বলেন, করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দেশে যাতে না ছড়িয়ে পড়ে এজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।