কালজয়ী রিপোর্ট:
প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্লা। কিন্তু হেরে গিয়েও ফাইনালে উঠার সুযোগ আছে। কারন বিপিএলের নিয়ম অনুসারে পয়েন্ট টেবিলে ১ম ও ২য় স্থানে দলগুলো একটু বেশি সুবিধা পায়। প্রথম কোয়ালিফায়ারে হেরেও সুযোগ রয়ে যায়। যার সুযোগ ভোগ করবে রংপুর রাইডার্স। এলিমেনটর রাউন্ডে জয় পাওয়া ঢাকা ডায়নামাইটস সাথে হবে তাদের ২য় কোয়ালিফায়ার ম্যাচ। ওই ম্যাচে যে দল জিতবে সেই দলই প্রতিপক্ষ হবে কুমিল্লার। প্রথম কোয়ালিফায়ারে হেরে কিছুটা অসন্তুষ্ট রংপুর। তবে এলিমেনটর রাউন্ডে চিটাগং ভাইকিংসের সাথে জিতে ফুরফুরে অবস্থানে আছে ঢাকা ডায়নামাইটস। দুই দলের জন্য ম্যাচটা হবে শক্তির লড়াই। কারন জিতলে ফাইনাল। দুই দলে আছে অনেকগুলো ব্যাটিং দানব, যারা একাই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। দুই দলে আছে বিশ^মানের খেলোয়ার। ৬ই ফেব্রুয়ারি হবে ম্যাচটি। সে ম্যাচটি হবে সন্ধ্যা ৬.৩০টায় । যে জিতবে সেই দল ৮ই ফেব্রুয়ারি কুমিল্লার বিপক্ষে লড়বে ফাইনালে।