সিলেট মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার রাত থকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত চলে এ পুশইন। বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাচাই চলছে। জানা গেছে, সিলেটের বিয়ানীবাজারের নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করা হয়। আর মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়।
বিজিবি বলছে, রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।