সিলেটে রাজনৈতিক মামলা বানিজ্য চরমে দাড়িয়েছে। বেশির ভাগ আসামি হচ্ছেন নিরীহ মানুষ। বিএনপি দলীয় নেতাকর্মী,সাংবাদিক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও আসামি হচ্ছেন। মগের মুল্লুকের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে,শত শত,হাজার হাজার মানুষকে আসামি করে একের পর এক মামলায় অতিষ্ঠ করে তুলেছে একটি চক্র। নিরীহ-নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগের শেষ নেই।
সিলেটে দায়ের করা মামলা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। এসব মামলায় অনেক নির্দোষ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। বাদ যাচ্ছেন না সাংবাদিকরাও। কেউ কোনো রাজনীতির সাথে জড়িত না থাকার পরও একের পর এক যোগাযোগী হয়রানি মূলক মামলায় মৃত্যুর পথও বেছে নেওয়ার চেষ্টা করছেন! এসবের জন্য প্রতিকার চাওয়ার মতো যেন কেউ নেই,এমনকি বিএনপি দলীয় নেতাকর্মীদেরও আসামি করা হচ্ছে। কোথাও কোথাও ব্যক্তি আক্রোশের কারণে মামলায় আসামি করা হচ্ছে।
মামলার অভিযোগ উঠেছে, মামলা দায়ের নিয়ে বাণিজ্যেও নেমেছে কেউ কেউ। লক্ষ-লক্ষ টাকা বাণিজ্য করে কেউ কেউ ইতিমধ্যে কোটি টাকাও কামিয়ে নিয়েছেন। মামলায় ঢুকানো,নাম কর্তন করা থেকে শুরু করে কত রকমের ইতিহাস সৃষ্টি হয়ে যাচ্ছে। ফলে বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন সিলেট বিএনপি’র নেতারা। তারা জানিয়েছেন, কেউ আক্রান্ত হলে মামলা দিতে পারেন। কিন্তু এই মামলা নিয়ে বিএনপি’র সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ নিলে কোনো বিতর্ক থাকবে না। এ কারণে মামলা দায়েরকারী সংক্ষুব্ধ ব্যক্তিদের নিজ-নিজ ইউনিটের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করার তাগিদ দেয়া হয়েছে।
এদিকে মামলা বাণিজ্যের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতার-বাণিজ্যের অভিযোগও পাওয়া গেছে। একাধিক ভুক্তভোগীর দাবি, মামলার আসামিদের ধরতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানে নিরপরাধ অনেকে গ্রেফতার ও হয়রানির শিকার হচ্ছেন। তাছাড়া অভিযানের নামে গ্রেফতার-বাণিজ্যেরও শিকার হচ্ছেন অনেকে। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে তালিকা সংগ্রহ করার তথ্যও মিলেছে।