1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
দোয়ারাবাজারে পুলিশের হাতে ৩ চোর আটক
বাংলাদেশ । বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ।। ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
ব্রেকিং নিউজ

দোয়ারাবাজারে পুলিশের হাতে ৩ চোর আটক

এনামুল কবির মুন্না
  • প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৩৬ বার পড়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাটারি চালিত অটোরিক্সার যন্ত্রাংশসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

অটোরিক্সা চুরির অভিযোগে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই সম্রাজ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিক্সার যন্ত্রাংশ উদ্ধারসহ ৩ জন চোরকে গ্রেফতার করে দোয়ারাবাজার থানা পুলিশ।

আটককৃত আসামীরা হলেন,ছাতকের বাগবাড়ি দক্ষিণ গ্রামের বাবুল মিয়ার পুত্র মিজান মিয়া (২২), দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের ফুরকান আলী’র পুত্র  আল আমিন (২০), কলাউড়া উত্তর পাড়ার শমগাজীর পুত্র আব্দুর রহিম (৫৫)।

পুলিশ সুত্রে জানা গেছে,ছাতকের বকির পাড়া গ্রামের ছালিক মিয়ার পুত্র আব্দুল আজিজ ও গ্রেফতারকৃত আসামী মিজান মিয়া ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে বিভিন্ন স্থানে মুদি দোকানের মালামাল সরবরাহ করেন। গত ২২ সেপ্টেম্বর তারা দোয়ারাবাজার থানাধীন পূর্ব বাংলাবাজারে মালামাল দিতে আসে। সন্ধ্যা সোয়া ৬ টার দিকে আসামী মিজান মিয়াকে অটোরিক্সাটি একটি মুদি দোকানের সামনে আনার জন্য আব্দুল আজিজ অটোরিক্সার চাবি দেয়। মিজান মিয়া অটোরিক্সাটি ঐ মুদি দোকানের সামনে না এনে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

উক্ত বিষয়ে আব্দুল আজিজ দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন। আব্দুল আজিজের অভিযোগের প্রেক্ষিতে দোয়ারাবাজার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মিজান মিয়া ও আল আমিনকে গ্রেফতার করে। আটককৃত আসামীদ্বয়ের দেয়া তথ্যের ভিত্তিতে আসামী আব্দুর রহিমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ব্যাটারি চালিত অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত যন্ত্রাংশের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, আসামীদের বিরুদ্ধে  নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD