দিনাজপুরের ঘোড়াঘাটে ৫৩ কেজি ৬০০ গ্রাামের একটি বাঘাইড় মাছ বিক্রি হলো প্রায় ৪০ হাজার টাকায়। মাছটি ৭০০ টাকা কেজিতে দাম নির্ধারন করে কিনে নেয় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালা সোনার চর এলাকার ব্রহ্মপুত্র নদে জেলে পূর্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সেই জেলের দুই সহযোগী ও মাছ ব্যবসায়ী আব্দুল্লাহ ও নুরনবী দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত ওসমানপুর বাজারে এই বিশাল আকৃতির মাছটি বিক্রি করতে নিয়ে আসলে বাজারে অনেক লোকজন কেনার জন্য দামদর করতে থাকে। এর একপর্যায়ে বাজারের রাখু নামের একজন দোকানদার সহ বেশকিছু মানুষ ৭০০ টাকা কেজিতে দাম নির্ধারন করে মাছটি কিনে নিয়ে নিজেদের মধ্যে মাছটি ভাগ বাটোয়ারা করে নেয়।
মাছ ব্যবসায়ী আব্দুল্লাহ ও নুরনবী বলেন, দাম বেশি তাই ক্রেতা কম। বাঘাইড় মাছটি যে টাকা বিক্রি হয় সেই টাকাগুলো নিয়ে গিয়ে জেলে পূর্ণ হালদারের হাতে দিয়ে দেব। এর থেকে কিছু টাকা যাতায়াত ও কমিশন বাবদ আমরা পাবো। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান (অতিরিক্ত দায়িত্ব) বলেন, যদিও এই মাছটি নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে তবে মাছটি খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। মাছটি খাওয়াতে কোন রকম সমস্যা হওয়ার কথা না।