স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিস কক্ষে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুবল চন্দ্র দেবনাথ, এ সময় উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন,
লিডার রিয়াজ মোহাম্মদ ও আওয়ামীলীগ নেতা মো.আনোয়ার হোসেন প্রমুখ।এসময় ফায়ার সার্ভিস,উপজেলা ত্রাণ ও পুনাবার্সন কার্যালয়ের কর্মকর্তা,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।