আজ ৯ মার্চ সকাল ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার কুচাইতুলী এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিম্নমানের মরিচের সাথে উৎকৃষ্ট মানের মরিচের মিশ্রন ও বেসনের সাথে রং মেশানোর অভিযোগে আল আমিন গ্রিণ ফুড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের ২ কেজি রং জব্দ করে ধ্বংস করা হয়। ভবিষ্যতে এমনটি করবেন না বলে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী বাহার মিয়া অঙ্গীকার করেন। তদারকি অভিযানের সময় আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ভোক্তা অধিকার বিরোধী এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।