দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘পুলিশ জঙ্গিবাদ দমনে সফল। জঙ্গিরা যত পরিকল্পনাই করুক না কেন পুলিশ তা প্রতিহত করতে একদম এগিয়ে থাকে। জঙ্গিবাদ দমনে পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে দেশের সাধারণ জনগণসহ মিডিয়াও ভূমিকা রাখছে।’১১ ফেব্রুয়ারি দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নে আইজিপি বলেন,
প্রত্যেক রাজনৈতিক দলেরই কর্মসূচি পালনের অধিকার রয়েছে। কোন পরিস্থিতিতে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সে অভিজ্ঞতা আমাদের আছে। সে অভিজ্ঞতার আলোকে পুলিশের প্রতিটি সদস্য সেভাবে প্রস্তুত রয়েছে। কোন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয় তারা জানে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায়ও পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান আইজিপি।
এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানসহ উর্ধতন কর্মকর্তা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যসহ জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং রাতে নৈশ্যভোজে অংশগ্রহণ করেন।