৪ঠা ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪ টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুরে গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আলমগীর হোসেন অপু।মতবিনিময় সভায় মনোহরপুর গ্রামের বয়োঃবৃদ্ধ হাজী মোঃ রমজান আলী সভাপতিত্ত্ব করেন।
আওয়ামী লীগ নেতা মোঃ আমির হোসেন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন । ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার। এসময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম,মোঃ শাহ আলম,মোঃ সোলাইমান প্রমুখ।
এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ আবদুল মুমিন, মোঃ ওবায়েদুল হান্নান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল হাশেম,মোঃ আবদুর রব, ডাঃ মোঃ রোকন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ সাইদুল আলম।উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আলমগীর হোসেন অপু আওয়ামী দুঃসময়ে মামলা – হামলা ও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন।তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি বৃহত্তর লাকসাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছিলেন,আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক, ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র – ছাত্রী সংসদের সাহিত্য – বিতর্ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম পরিচালনায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় প্রার্থী বর্তমান মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মূস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি মহোদয়কে জয়ী করতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
মতবিনিময় সভা তিনি বলেন,আসন্ন লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য বিশ্বসেরা মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মূস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করে পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলে জানান।