সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি ) বিকেলে সুরমা ইউনিয়নের বৈঠাখাই বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর।
সভায় তিনি বলেন, আমার থানায় কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি দস্যুদের কোনো স্থান হবে না। তারা যে কোনো পরিচয়ের হোক। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে।
তাই আমার এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কোনো ভূমি দস্যুর কোনো ঠাঁই নেই। ওসি দেব দুলাল ধর বলেন, আমার থানার গেট সব সময় এলাকাবাসীর জন্য খোলা। যেকোনো প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন। আমরা জনগণের সেবক। আমরা দেশের স্বার্থে কাজ করবো।
সভায় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এস আই এনামুল হক মিটু, সুরমা ইউনিয়ন পরিষদের সচিব সামছুল আলম,৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ, মাহিলা ইউপি সদস্য জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদিন,আব্দুর রহিম, কামমরুল ইসলাম প্রমুখ।