নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মৎস কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা মুমু , থানার অফিসার ইনচার্জ শাহা আলম, সমাজসেবা অফিসার মাহবুবুবুল আলম দৈনিক মানবজমিন ও করতোয়ার সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন,প্রেস ক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারন সম্পাদক নুরল হক, নিউজ বিজয়ের সম্পাদক ফারুক হোসেন, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী, সহ- সভাপতি রকিবুল হাসান রিপন,রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাফ হোসাইন সুমন,সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন রিফাত,আজকের প্রত্রিকা ও প্লেস ক্লাবের রবিউল ইসলাম রবি, দৈনিক কালজয়ী পত্রিকার শাহিন আলম, খোলা কাগজের তমাল কান্তি রায় প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা মুমু বলেন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আগামীকাল সকাল ১০ ঘটিকায় র্যালি, পোনামাছ অবমুক্তকরন, প্রামান্য চিত্র প্রদর্শন।৩য় দিন সোমবার প্রান্তিক পর্যায়ের মৎসচাষী ও মৎসজীবিদের সাথে মতবিনিময়। ৪র্থদিন অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। ৫ম দিন মৎস সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন।বিকেলে মৎস চাষীদের মাছ চাষ বিষয়ক সেবা প্রদান। ৬ষ্ট দিন সুফল ভোগীদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরন বিতরন। শেষ দিনে মৎস সপ্তাহের মুল্যায়ন পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।