মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের বড় বাড়ী এলাকায় এজমালি দেয়াল ও ঘরের ছালা কেটে দেয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্বে। ভুক্তভোগী অপু আহমেদ এর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, তারা যৌথ ঘরে বসবাস করে আসছেন প্রায় ৪৫ বছর যাবত । তার ছোট ভাই মো: শিমুল (জাহিদ) জোর পুর্বক এজমালি অংশসহ দেয়াল দেওয়ার চেষ্টা করছেন এমনকি এজমালি দেয়ালের উপর ঢালাই করার জন্য টিনের ছালা কেটে ফেলেছেন।
বাঁধা বিপত্তি কোন কিছুর তোয়াক্কা না করে কারো কোন কথা কর্ণপাত না করে জোর পুর্বক ঘর ভেঙ্গে দেয়ালে ঢালাই করার জন্য পিলার স্থাপন করেন। এনিয়ে সুবিচার চেয়ে গত ৫ জুলাই মৌলভীবাজার পৌরসভা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন অপু আহমেদ। লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ জুলাই মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে ঘরের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে নোটিশ দেওয়া হয় এবং আগামী ২৪ জুলাই বিষয় নিস্পত্তির জন্য উভয় পক্ষকে মৌলভীবাজার পৌরসভায় উপস্তিত থাকার নির্দেশ প্রদান করা হয়।
অপু আহমেদ জানান, ঘর কেটে ফেলায় ঝড় বৃষ্টির মাঝে স্ত্রী সন্তান নিয়ে অনেক কষ্টে বসবাস করছি। পৌরসভার লোকজন নোটিশ দিয়ে যাবার পর মো: শিমুল (জাহিদ) এর স্ত্রী তানিয়া বেগম তাকে মামলা মোকদ্দমাসহ বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করছেন। এই ঘটনায় তিনি সু বিচার প্রার্থনা করেন। এব্যপারে তানিয়া বেগম জানান, আমিও একটি লিখিত অভিযোগ করেছি এখানে নিয়ম মেনে ঘরে কাজ করা হচ্ছে।