তামিম ইকবালকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।কিন্তু আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের জন্য প্রয়োজনে পায়ে টেপ পেচিয়ে হলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলবেন তামিম।ওয়ানডে সিরিজ শুরুর আগে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।এ ম্যাচে পায়ে টেপ পেচিয়ে অনুশীলনটাও করে ফেলতে চান তামিম।
গণমাধ্যমকে তামিম জানান,আশা করছি ওয়ানডে সিরিজে খেলতে পারব।সর্বোচ্চ নিরাপদে থেকে চেষ্টা করব খেলতে।তবে আশা করি এখন যে অবস্থা,তাতে ম্যানেজ করতে পারব।তামিম ইকবালকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।কিন্তু আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের জন্য প্রয়োজনে পায়ে টেপ পেচিয়ে হলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলবেন তামিম।
ওয়ানডে সিরিজ শুরুর আগে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।এ ম্যাচে পায়ে টেপ পেচিয়ে অনুশীলনটাও করে ফেলতে চান তামিম। একটি গণমাধ্যমকে তামিম জানান,আশা করছি ওয়ানডে সিরিজে খেলতে পারব।সর্বোচ্চ নিরাপদে থেকে চেষ্টা করব থেলতে।তবে আশা করি এখন যে অবস্থা তাতে ম্যানেজ করতে পারব।
তবে ওয়ানডে সিরিজে খেললেও টি-টোয়েন্টি সিরিজে পরোপুরি বিশ্রামে থাকবেন তিনি।উল্লেখ্য,বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে খেলার সময় হাঁটুতে চোট পান তামিম।রিপোর্ট দেখে চিকিৎসক তামিমকে ৮ থেকে ১০ সপ্তাহ বিশ্রামে রাখার পরামর্শ দেন।কিন্তু তারপরও জিম্বাবুয়ে সফরে যান তিনি।দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের ফের চোট পান তামিম।