1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
কৃষকদের মাঝে চমৎকার সাড়া ফেলতে পারে
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কৃষকদের মাঝে চমৎকার সাড়া ফেলতে পারে

সৌরভ মাহমুদ হারুন :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২
  • ২২৭ বার পড়েছে

রংধনুর সাত রং বেনীআসহকলা নয়, বোরো ধানের মাঠ থেকে ব্রি ধান৪৮ কে সরিয়ে অপেক্ষাকৃত ভালো জাত সমূহ কৃষকদের মাঝে জনপ্রিয় করতে উচ্চ ফলনশীল সাতটি বোরো ধানের জাত। জাত গুলো হচ্ছে ব্রি ধান৭৪, ব্রি ধান৮১, ব্রি ধান৮৬, ব্রি ধান৮৮, ব্রি ধান৯৬, বিনাধান-২৪ ও বঙ্গবন্ধু ধান১০০। বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর বাজার থেকে বুড়িচং মুখী রাস্তার দুই পাশের পীরযাত্রাপুর ও সাদকপুর মাঠের প্রায় ৩৫০ হেক্টর জমিতে কৃষকের পছন্দসই নতুন জাত সম্প্রসারণ করতে এই অভিনব কার্যক্রমটি হাতে নিয়েছে বুড়িচং উপজেলা কৃষি অফিস। কার্যক্রমটির মূল পরিকল্পনাকারী কৃষিবিদ বানিন রায় জানান, আউশ মৌসুমের জনপ্রিয় জাত ব্রি ধান৪৮ এর সর্বোচ্চ ফলন হেক্টর প্রতি ৫.৫ টন যেটি বোরো মৌসুমে মাঠ দুটির সিংহভাগ জমিতে চাষ হয়। এর বিপরীতে একই জীবনকালের নতুন সাতটি জাতের প্রত্যেকটির ফলন হেক্টর প্রতি ৬.৫ টন বা তার অধিক। পুরো জমিতে নতুন জাত করানো গেলে মাঠ দুটি থেকে দেশ প্রতি বছর অন্তত ৩৫০ টন ধান বেশি পাবে। নতুন জাতগুলো সম্পর্কে কৃষকদের মাঝে আস্থা তৈরি করতে ও দ্রুততম সময়ে জাতগুলো ছড়িয়ে দিতে কার্যক্রমটি গ্রহণ করা হয়। কৃষক জয়নাল আবেদিন, সাম মিয়া, রফিকুল ইসলাম সহ স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, জীবনকাল কম ও ফলন ভালো হওয়ায় নতুন সবগুলো জাতই তাদের পছন্দ হয়েছে। তবে অধিকাংশ কৃষকরে কাছে ভালো লেগেছে ব্রি ধান৯৬। তারপর যথাক্রমে ব্রি ধান৮১, ব্রিধান৭৪ ও ব্রি ধান৮৮। ব্রি ধান৯৬ ধান চাষ করে খুশি কৃষক ওদুদ মিয়া বলেন, মৌসুমের শুরুতে কৃষি অফিসের কর্মকর্তারা গ্রামের কৃষকদের সাথে বসে পরিকল্পনা সভা করেন। তারাই নতুন ধানের বীজ ও সার ব্যবস্থা করে দেন। শুরু থেকে উপসহকারি কৃষি অফিসার সাহিনা আক্তার পরামর্শ দিয়েছেন। ভালো ফলন দেখে সবাই এখন আমার কাছে বীজ চাচ্ছে।উপজেলা কৃষি অফিসার মোছা. আফরিণা আক্তার জানান, পীরযাত্রাপুর ছাড়াও শংকুচাইল, রামপুর ও বুড়িচং গ্রামের আমাদের একই ধরণের কার্যক্রম চলছে। কৃষকদেরকে ব্রি ধান২৮ ও ব্রি ধান৪৮ এর পরিবর্তে ব্রি ধান৭৪, ব্রি ধান৮৮ও ব্রি ধান৯৬ এবং ব্রি ধান২৯ এর পরিবর্তে ব্রি ধান৮৯ ও ব্রি ধান৯২ চাষের পরামর্শ প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD