শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর বারেশ্বর গ্রামের কৃর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তাজুল ইসলাম অব. কাস্টমস কর্মকর্তার পুত্র ব্যারিস্টার সেফাত ইসলাম ও পুত্র বধূ ব্যারিস্টার ফাহমিদা আক্তার এর গণ সংবর্ধনা উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফ্রিজ কাপ ফাইনাল খেলা বারেশ্বর উচ্চ বিদঢ়ালয় মাঠে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা প্রদান ও মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফ্রিজ কাপ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার শাহজাহান চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ আক্তার হোসেন মজুমদার, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, অ্যাড. আবুল হোসেন জুয়েল, দি ফাইনাল সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অব. কাস্টমস কর্মকর্তা আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম পরিচালনা করেন যৌথ ভাবে মতিউর রহমান লিটন ও সাইফুল ইসলাম সবুজ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার সেফাত ইসলাম ও ব্যারিসৃটার ফাহমিদা আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি সাঈদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন চৌধুরী,আলহাজ্ব মাওলানা হারুনুর রশীদ, সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান, ইউপি সদস্য মোঃ আব্দুল ওহাব, মোঃ হুমায়ুন কবির মেম্বার, আব্দুল অদুদ মেম্বার, আবু তাহের মেম্বার। সংবর্ধনা প্রদানের পূর্বে একই বিদ্যালয় মাঠে ব্যারিস্টার মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফ্রিজ কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ময়নামতি ক্যান্টনমেন্ট কফি হাউজ ক্রিকেট একা দশ বনাম বারেশ্বর ভাই বন্ধু ক্রিকেট একা দশ এর ফ্রিজ কাপ ফাইনাল খেলায় ময়নামতি ক্যান্টনমেন্ট কফি হাউজ ক্রিকেট একা দশ চ্যাম্পিয়ান হয়। প্রধান অতিথি অ্যাড. আবুল হাসেম খান এমপি , বিশেষ অতিথি বুড়িচং উপজেলার চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী ও সংবর্ধিত ব্যারিস্টাদের নিকট থেকে কফি হাউজ এর পরিচালক সোহেল রানা ফ্রিজ কাপ গ্রহণ করেন। খেলায় সার্বিক তত্তাবধানে ও পরিচালনায় ছিলেন বারেশ্বর ভাই বন্ধু ক্রিকেট একা দশ এর সদস্য রেজাউল করিম রোমান, কামরুল হাসান, আবু কাউসার, মাজহারুল ইসলাম আনোয়ার, আমজাদ হোসেন, মহিম, আরও অনেকে। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় ইউপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্য মাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।