1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ঘর ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ঘর ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর

সৌরভ মাহমুদ হারুন :
  • প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৬৮ বার পড়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ঘর পেয়েছে গৃহহীন ও ভূমিহীন পরিবার। মঙ্গলবার ২৬ এপ্রিল ভিডিওকনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে তৃতীয় দফায় ঘর দেয়া হয়েছে ৩২ হাজার ৯০৪ পরিবারকে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবনে থেকে এই ৩২,৯০৪টি গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করেছেন। উল্লেখ্য যে খাস জমির পাশাপাশি সরকার নিজে জমি কিনে এসব ঘর নির্মাণ করে উপহার হিসেবে দিচ্ছে। তবে এই প্রকল্প নির্মাণে প্রায় ৩ হাজার কোটি টাকার ৫ হাজার ৫শ’ একর জমি দখলমুক্ত করে ভূমিহীনদের জন্য ঠিকানা নির্মাণ করে দেয়া হয়েছে।এর আগে, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম দফায় ৬৬ হাজার গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহারের ঘরের প্রতিটিতে রয়েছে দুটি করে শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি লম্বা বারান্দা। ঘরের নকশা পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।ভিডিও কনফারেন্সে ঘর পেয়ে অনেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিজেদের আবেগটুকু প্রকাশ করছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের প্রতিটি গৃহহীন ও ভূমিহীন মানুষ ঘর পাবে। একজনও গৃহহীন থাাকবে না। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এড. বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান। বুড়িচং উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর দেওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো. ছামিউল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি ( ভারপ্রাপ্ত) মোঃ মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আযম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, কৃষি কমর্কর্তা আফরিণা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার বানিন রায়, , বিআরডিবি কর্মকর্তা রাসেল সারেয়ার, মহিলা বিষয়ক কর্মকর্ত ফাতেমা জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীল, ১ নং রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান কাসেম মাস্টার, ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, ৬ নং ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার, ৮ নং ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্কান্দার আলী ভূঁইয়া,৯ নং ভারেল্লা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ঘর প্রদানের সময় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD