সাংবাদিক মহিউদ্দীন সরকার নাঈমের পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মঙ্গলবার দুপুরে ১৯ এপ্রিল দুপুরে রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন করেছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দরা মৌন প্রতিবাদী পদযাত্রায় যেখানে সাংবাদিক মহিউদ্দীন সরকার নাঈমকে নির্মমভাবে হত্যা করা হয় হায়দ্রাবাদের নগর সেই ঘটনাস্থল ও পরিদর্শন করেন তারা। প্রতিবাদ সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলার আহবানের পাশাপাশি হত্যার সাথে সম্পৃক্ত অন্যান্যদের আইনের আওতায় এনে গ্রেফতারের জোর দাবী জানান এবং নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর পরিবারকে ক্ষতিপুরন দেয়ার দেয়ার ও জোর দাবী করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রিয় কমিটির সদস্য কমরেড আবদুল্লাহ আল কাফি, কুমিল্লা জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, সাবেক সভাপতি কমরেড আতিকুর রহমান বাশার, সিপিবির কেন্দ্রিয় কমিটির সংগঠক ও কুমিল্লা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড পরেশ কর, বীরমুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দীন, সিপিবি দেবিদ্বার উপজেলা সভাপতি কমরেড আবদুল ওয়াদুদ, সিপিবি বুড়িচং উপজেলা সভাপতি কমরেড গণেশ ভট্টাচার্য্য, সদস্য কমরেড আবদুর রব, চান্দিনা উপজেলা কমিটির সদস্য কমরেড সহীদুল্লাহ, যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার, যুব ইউনিয়ন দেবিদ্বার উপজেলা সভাপতি রঞ্জন সাহা, মো. বাবুল মিয়া। উল্লেখ্য, সাংবাদিক মহিউদ্দীন সরকার নাঈম (২৮) গত ১৩ এপ্রিল রাত ৯ টায় বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী হায়দ্রাবাদ নগর এলাকায় চোরা কারবারী রাজু’র ছুড়া ৫ টি গুলি সাংবাদিক মহিউদ্দিন সরকারের শরীরে বৃদ্ধ হয়ে নিহত হন।