লাল সবুজে মিশে আছে বাংলাদেশের রূপ লাভণ্য। দেশের প্রতি অপার মমত্ববোধ থেকেই কিশোরগঞ্জের বাজিতপুরে বোরো ফসলি জমিতে কৃষক ফুটিয়ে তোলেছেন সবুজ বাংলার মানচিত্রকে। চারিদিকে সবুজের সমারোহে বেগুনি রঙের ধানের চারা রূপনের মাধ্যমে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানচিত্র।
সরেজমিনে দেখা যায়, ফসলি জমিতে রোদের প্রখরতায় বেগুনি রং ও সবুজ ধান চারার রং আরো গাঢ় ধারণ করায় দেশের মানচিত্রটি আরো দৃষ্টিনন্দন দেখা যায়। এফসলি জমিতে বাংলাদেশের মানচিত্র দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে। উপজেলার পিরিজপুর ইউনিয়নের নবুরিয়া গ্রামের মইজ উদ্দিন ও রহিমা বেগমের সন্তান মোঃ কামাল হোসেন পেশায় একজন চাকুরিজীবি। বর্তমানে তিনি কটিয়াদী উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকে জুনিয়র অফিসার (মাঠ) পদে কর্মরত আছেন। চাকুরির অবসর সময়ে নিয়োজিত থাকেন কৃষি কাজে।
মোঃ কামাল হোসেন জানান, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসুত একটি বাড়ি একটি খামার বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংকের একজন গর্বিত কর্মী হিসেবে দেশের দারিদ্র বিমোচনে কাজ করছি। আমি মনে করি দারিদ্র বিমোচনে কৃষিকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই। তাই আমি কৃষকদের প্রতিটি বাড়িকে খামারে রূপান্তর করার পরামর্শ প্রদান করি। কৃষকদের সাথে নিয়ে প্রতিবছর নবান্ন ও বৈশাখী উৎসব পালন করে থাকি। এবার মুজিববর্ষ উপলক্ষে ধান ক্ষেতে “শেখ হাসিনার বাংলাদেশ” শিরোনামে বাংলাদেশের মানচিত্র তৈরি করেছি। এটি উৎসর্গ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।
উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান জানান, এলাকায় এটি একটি চমকপ্রদ ঘটনা। দেশ প্রেমের একটি জলন্ত উদাহরন। দেশের প্রতি অপার ভালোবাসা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে যে স্বপ্ন তিনি দেখেছেন কৃষকদের মাধ্যমে তারই প্রতিফলিত হয়েছে ফসলি জমিতে বাংলাদেশের মানচিত্র অঙ্কনের মাধ্যমে।