নেত্রকোণা পূর্বধলায় জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আনন্দর্যালী মোনায়েম খান নেত্রকোনা ঃ নেত্রকোনার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বালক দল ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে আনন্দর্যালী বের হয়। রোববার বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিভিন্ন ক্রীড়া প্রেমি সংগঠনের উদ্যোগে এ আনন্দ র্যালী হয়। এর আগে বিজয়ী দল বলাকা ট্রেনযোগে পূর্বধলা রেলস্টেশনে পৌছলে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। পরে র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, সহকারি প্রধান শিক্ষক নূর আলম সিদ্দিকী মামুন, ক্রীড় শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারি শিক্ষক প্রানেশ চন্দ্র দাস, নূর আহাম্মদ খান রতন প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার দিনাজপুর বোর্ডের তত্বাবধানে দিনাজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২২-এর ক্রিকেটে ফাইনাল খেলায় খুলনা ও বরিশাল বিভাগ কে নিয়ে গঠিত গোলাপ অঞ্চলকে ৯ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। তারা ঢাকা-ময়মনসিংহ বোর্ড নিয়ে গঠিত পদ্ম অঞ্চলের হয়ে খেলায় অংশ গ্রহন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার জানান, বিদ্যালয়ের শিক্ষার্থী- খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়। তাদের এ সাফল্যে শিক্ষার্থী ও সংশ্লিস্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতাসহ অভিনন্দন জ্ঞাপন করেন। এর আগে ২০১৮ সালেও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছিল।