1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নেত্রকোণায় মাধ্যমিক শিক্ষকদের ৫দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বাংলাদেশ । শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নেত্রকোণায় মাধ্যমিক শিক্ষকদের ৫দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

মোনায়েম খান:
  • প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৩৮ বার পড়েছে

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অরাজনৈতিক পেশাজীবি প্রতিষ্ঠান) নেত্রকোণা জেলা শাখা কতৃক শিক্ষক সমাজের পক্ষ থেকে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে মঙ্গলবার (১৫ মার্চ)প্রদান করেন। মাধ্যমিক শিক্ষাস্তরের বিদ্যমান বৈষম্য নিরসনের লক্ষ্যেমাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ বর্তমান সরকারের গুণগত শিক্ষা টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের সংকল্প নিয়ে গঠন করা হয়েছে।

প্রতিষ্ঠান প্রধানদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের প্লাটফর্ম “বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ”, এই সংগঠনটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, পেশাজীবি সংগঠন । মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আন্তসম্পর্ক বৃদ্ধি করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নই এ সংগঠনের মূল লক্ষ্য।বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ও শিক্ষক সমাজের ৫ দফা দাবীগুলো হলো –এক.আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, দুই.সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ৬ষ্ঠ গ্রেড এবং সহঃপ্রধানদের ৭ম গ্রেড প্রদান।

তিন. মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহঃপ্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষণা প্রদান,চার.বেসরকারি শিক্ষক দের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহঃপ্রধানদের এনটিআর সিএ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্হা করা,পাঁচ.মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ।বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ ও শিক্ষক সমাজের পক্ষে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম শাহজাহান কবীর সাজু,সাধারণ সম্পাদক, মোঃ কায়সুল আজম,প্রধান শিক্ষক, জনতা উচ্চ বিদ্যালয়,নেত্রকোণা, সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক, সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়,নেত্রকোণা, মোঃ সিরাজুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক কৃষ্ঞগোবিন্দ উচ্চ বিদ্যালয়,রতন কুমার পালসহ শিক্ষক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD