1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করায় হুমকিতে পরিবেশ ও গনস্বাস্থ্য
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করায় হুমকিতে পরিবেশ ও গনস্বাস্থ্য

রিমন রাজভর :
  • প্রকাশিত: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৬৩ বার পড়েছে

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা সাপমারা ইউনিয়নে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা।প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বনজ ও ফল গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছে।কাঠ থেকে কয়লা তৈরির এ ব্যবসায় জড়িয়ে পড়ছেন স্থানীয় অনেকে।এসব কয়লা তৈরির চুল্লি থেকে নির্গত হচ্ছে প্রচুর ধোঁয়া।স্থানীয় বাসিন্দাদের অভিযোগও আমলে নিচ্ছেন না এ ব্যবসায় জড়িতরা।

সোমবার (১২ই জুলাই ) সরেজমিনে গিয়ে দেখা যায়,গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে সাড়াইল গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে প্রায় কয়লা তৈরির বিশেষ ধরনের অবৈধ চুল্লি।বিশেষ ধরনের এ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা বানানো হয়।কাঠ পোড়ানোর সময় নির্গত হয় প্রচুর কালো ধোঁয়া।

এতে একদিকে বনজ সম্পদ নষ্ট হয়,অপরদিকে ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাসজনিত নানা রোগব্যাধি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।কয়লা তৈরির এ প্রক্রিয়ায় পরিবেশ ও জীববৈচিত্রের ওপরও মারাত্মক প্রভাব পড়ছে।পরিবেশ অধিদফতরের তথ্য মতে,জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা এসব কয়লা তৈরির কারখানায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে।

অবৈধ থাকা সত্ত্বেও জনবসতি এলাকায় ও ফসলি জমি নষ্ট করে এসব চুল্লি স্থাপন করা হয়েছে।শক্ত কাঁচা লাল মাটি,ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন কয়েকশ মণ কাঠ পোড়ানো হচ্ছে।একটি চুল্লিতে সপ্তাহে কমপক্ষে ৩০০-৩৫০ মণ কাঠ পোড়ানো হয়।স্থানীয় বাসিন্দা বলেন, কয়লা পোড়ানোতে আমাদের এলাকায় আগের মতো ফসল হয় না।গাছের মাথায় মড়ক পরে।যখন কাঠ পোড়ায়,তখন আমরা শ্বাস করতে পারিনা।তরতরি এই কয়লা বানানো বন্ধ না করলে আরও সমস্যা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD