গভীর শোক আর শ্রদ্ধায় ঝালকাঠির গুণী সাংবাদিক প্রয়াত হেমায়েত উদ্দিন হিমুকে শেষ বিদায় জানানো হয়েছে। শনিবার দুপুরে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যলয়ের সামনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর কফিন আনা হয়। সেখানে শ্রদ্ধা জানায় ঝালকাঠি সংবাদপত্র পরিষদ, টেলিভিশন সাংবাদিক সমিতি ও জাতীয় সাংবাদিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন। পরে নেয়া হয় ঝালকাঠি প্রেসক্লাবে। সেখানে ঘন্টাব্যাপী সাংবাদিক ও রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে জোহর নামাজের পরে ঝালকাঠি ঈদগাহ ময়দানে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর ঝালকাঠি পৌর গোরস্থানে তাকে সমাহিত করা হয়। সাংবাদিক হিমুর মৃত্যুতে দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি। শুত্রæবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে হেমায়েত উদ্দিন হিমু বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ ৪ দশকের বেশি সময় ধরে ঝালকাঠিতে সাংবাদিকতা করে আসছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। মুক্তচিন্তার এই মানুষটি সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।