মুন্সীগঞ্জে নসিমন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আজ বুধবার (৯ মার্চ) সকাল ১০ টার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নুরাইতলী এলাকার আবুল হোসেন রাঢ়ীর বাড়ি সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি চালক আজিজুল বেপারী (৫৫) নিহত হয়েছে এবং ৩ জন আহত হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোর্টগাও এলাকার মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মফিৃজুর রহমান (৩৫), তার বোন রাবেয়া বেগম (৩৫) ও মা আনোয়ারা বেগম (৫০) মাওয়া থেকে বাসায় ফিরছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নুরাইতলী এলাকার আবুল হোসেন রাঢ়ীর বাড়ি সংলগ্ন সড়কে সামনে সিএনজি ও নসিমনের মধ্যে সংঘর্ষ হয়। পরে সিএনজি চালক আজিজুল বেপারী (৫৫) কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এম এ কালাম জানান, সকাল ১১ টাথর দিকে গুরুতর আহত অবস্থায় আজিজুল বেপারীকে হাসপাতালে আনা হয়। সাড়ে ১২ টাথর দিকে তার মৃত্যু ঘটে ৷ এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) কাজল দাস জানান, জাতীয় হেল্পলাইন নাম্বার ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারকে খবর দেয়া হয়। নিহতের লাশ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় নসিমন ও সিএনজি আটক রেখেছে পুলিশ। নসিমনের ড্রাইভার পলাতক রয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।