ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নবাসীর আয়োজনে সোনাহাট কলেজ মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী ও প্রাপ্তবয়স্ক চালকদের মাধ্যমে যান চলাচল নিশ্চিত করন, লাইসেন্স বিহীন যান ও চালকদের আইনের আওতায় আনা, ট্রাফিক ব্যবস্থা চালু করণ, রাস্তার উপর যত্রতত্র গাড়ি পার্কিং নিষিদ্ধ করাসহ চালকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণহানি রোধের ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোড় দাবি জানান মানববন্ধনে অংশ গ্রহনকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সোনাহাট ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুস সাত্তার, আবায়াজ,বাবু প্রমুখ। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ হাতে লেখা নানা রকমের প্লে কার্ড নিয়ে অংশ গ্রহন করেন।