বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি (বাপসা) এর উদ্যোগে কুমিল্লার বুড়িচংয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হালিমা খাতুনকে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সমিতি (বাপসা)র কুমিল্লার জেলার সভাপতি ওবুড়িচং সদর
ইউনিয়ন সচিব হাজী মো. জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন পরিষদ সচিব মো. লিয়াকত হোসেন, ময়নামতি ইউপির সচিব আবদুল কুদ্দুছ সোহেল রানা, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পষিদ সচিব আবদুর রহমান ভুইয়া, ষোলনল ইউনিয়ন পরিষদ সচিব মো. খারিব উদ্দীন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ সচিব আবুল মনসুর মজুমদার রাজীব,
রাজাপুর ইউনিয়ন পরিষদ সচিব মো. শাহীনুর উদ্দীন, ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ সচিব মোসা. হামিদা খাতুন, বাকশীমূল ইউনিয়ন পরিষদ সচিব মোসা. মারজানা আক্তার। উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলায় বদলী হয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান পূর্বক গতকাল ৬ মার্চতিনি প্রথম অফিস কার্যক্রম সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জননী। তঁার স্বামী এড. মো. রফিকুল ইসলাম সুপ্রীম কোর্টের একজন খ্যাতনামা আইন হিসেবে নিয়োজিত রয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন- সরকারের ভিশন মিশন বাস্তবায়নের পাশাপাশি বুড়িচং উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।