কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৫%।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৬টা ৩৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ফেব্রুয়ারি বিকেল থেকে ২৫ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪৩হাজার ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ০৭ জন, জন, ব্রাক্ষণপাড়া০১ জন,লাকসাম ২ জন,মেঘনা ১জন,নাঙ্গলকোট ১ জন,দেবিদ্বার ১জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮০জন।আজকের মৃত্যু ১ জন ব্রাক্ষণপাড়া। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২০জন,মনোহরগন্জ ২জন,বুড়িচং ৬১জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৪০ হাজার ০২২জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।