1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
ভূমিদস্যুদের দৌরাত্ম্যে অসহায় সত্তরোর্ধ বৃদ্ধা
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভূমিদস্যুদের দৌরাত্ম্যে অসহায় সত্তরোর্ধ বৃদ্ধা

তানভীর আহমেদ :
  • প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬০ বার পড়েছে

ভূমিদস্যুদের দৌরাত্ম্যে চরম অসহায় অবস্থায় দিন যাপন করছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা সমুরন নেসা । জানা গেছে, সিলেটের বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা অশীতিপর বৃদ্ধা সমুরন নেসা তার চাষযোগ্য ১৬৪ ডেসিমেল জমি ১০ বছরের জন্য দেখাশোনার নিমিত্তে জনৈক খন্দকার জুনেদ আহমদ এর সাথে চুক্তি করেন । কিন্তু ওই ব্যক্তি প্রথম কয়েক বছর চুক্তিনামা অনুযায়ী সকল কর্ম সম্পাদন করলেও হঠাৎ করে ক্ষমতাসীন দলের নামধারী কতিপয় ব্যক্তিবর্গের সহায়তায় উক্ত জমি জবর দখলের অপচেষ্টা শুরু করে ।

ওই ব্যক্তি আড়ালে থেকে ভূমিদস্যু হিসেবে চিহ্নিত ক্ষমতাসীন দলের ছত্র ছায়ায় থাকা সৈয়দ রেজাউল কবির কে সমিরূন নেসার বিরুদ্ধে লেলিয়ে দেন । রেজাউল কবির নামের ক্ষমতাসীন দলের পদধারী ঐ ব্যক্তিটি সমিরূন নেসা কে উক্ত জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য ব্যাপক ভয়-ভীতি প্রদর্শন করেন । এই ব্যাপারে জানতে চাইলে সত্তরোর্ধ্ব বৃদ্ধা সমিরূন নেসা বলেন, ” সৈয়দ রেজাউল কবির সহ ভূমিদস্যুরা এত প্রভাবশালী যে আমি তাদের ব্যাপক হুমকি-ধমকিতে আমি চরম অসহায় বোধ করছি ” ।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক অত্র গ্রামের এক বাসিন্দা বলেন , ” ব্যাপারটা আমরাও শুনেছি, জানের মায়া সবার আছে এর বেশি কিছু বলতে পারছি না । “অনুসন্ধানে জানা গেছে , ভূমিদস্যু রেজাউল কবির এর আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং সে বর্তমানে চট্টগ্রামের জিইসি এলাকায় বসবাস করছে। চট্টগ্রামে বসেও সিলেটে থাকা তার সাঙ্গপাঙ্গদের দিয়ে অশীতিপর বৃদ্ধা সমিরূন নেসা কে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে । অভিযোগের ব্যাপারে জানার জন্য খন্দকার জুনায়েদ আহমেদ এবং রেজাউল কবির এর মোবাইলে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায় ।‌

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD