কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭দশমিক ১%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ১০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৯ফেব্রুয়ারি বিকেল থেকে ২০ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪২হাজার ৯৪৯জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লার ব্রাক্ষণপাড়া ৪ জন, মুরাদনগর ৩ জন, দাউদকান্দি ১জন,সদর দক্ষিণ ১জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৮জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৫৪ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ২৫জন,চান্দিনা ১৫ জন, ব্রাক্ষণপাড়া১৪ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৯ হাজার ৬৬৯জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।