1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সাংবাদিক তারাই হবে, যারা সৎ সাহসী ও সত্য কথা তুলে ধরেন-চাঁদপুর জেলা প্রশাসক
বাংলাদেশ । শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক তারাই হবে, যারা সৎ সাহসী ও সত্য কথা তুলে ধরেন-চাঁদপুর জেলা প্রশাসক

জুয়েল রানা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০৩ বার পড়েছে

চাঁদপুরের কচুয়া থেকে ‘শিকড় সংবাদ’ নামের নতুন একটি সাপ্তাহিক পত্রিকার অনুমোদন দেয়া হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নুর হাতে নতুন এ পত্রিকার ডিক্লারেশন তুলে দেন। এসময় তিনি বলেন, সাংবাদিকরা ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং ন্যায় নিষ্ঠা ও বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরলে মানুষ উপকৃত হবে।

সাংবাদিক তারাই হবে যারা সৎ সাহসী ও সত্য কথা লিখবে। সংবাদকর্মীদের লিখনের মাধ্যমে চাঁদপুর তথা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. জসিম উদ্দিন প্রধান, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইসমাইল হোসেন মিয়াজী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সদস্য ডা. গুরুপদ দে জুয়েল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার,কচুয়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার নয়া সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু চাঁদপুর জেলা প্রশাসকের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সত্য ও ন্যায়ের মাধ্যমে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে কচুয়াকে আরো একধাপ এগিয়ে নিতে সকল সাংবাদিকবৃন্দ ও কচুয়া উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD