কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২দশমিক ৪%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৩৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১১ফেব্রুয়ারি বিকেল থেকে ১২ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪২হাজার ৭১৮জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৩১জন, লাকসাম ২জন, বুড়িচং ১ জন ,আর্দশ সদর ১জন,মেঘনা ১জন।
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৬জন।আজকের মৃত্যু লাকসাম ১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৫২ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ৩৩জন,মনোহরগন্জ ১৯ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৯ হাজার ২০১জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।