1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. admindailykaljoyi@gmail.com : admindailykaljoyi :
  3. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
আনোয়ারায় বিধবা মহিলার জমি রাতের আঁধারে ভরাটের অভিযোগ
বাংলাদেশ । শুক্রবার, ২৩ মে ২০২৫ ।। ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আনোয়ারায় বিধবা মহিলার জমি রাতের আঁধারে ভরাটের অভিযোগ

মো: জাবেদুল ইসলাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৮ বার পড়েছে

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী ইউপিস্থ ৯ নং ওয়ার্ডের তুলাতলী এলাকার হিন্দু পড়ার ননী বালা দেব নামের শতবছর বয়সী এক অসহায় বিধবা মহিলার জমি রাতের আঁধারে ভরাট করে নেয়ার অভিযোগ উঠেছে। ৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে সরেজমিনে তদন্তকালে ননী বালা দেব নামের শতবছরের বয়স্কা বিধবা হিন্দু মহিলা বলেন,একই এলাকার মৃত্যু পুলিন চন্দ্র দত্তের ছেলে আনন্দ মোহন দত্ত ও ভূমিদস্যু দিপংকর গোপাল, পিজুয কান্তি দেব গংরা রাতের আঁধারে তার জমি ভরাট করে নিচ্ছে।

এসময় ননী বালা দেব আরো বলেন,আনন্দ মোহন দত্ত ও তার অপরাপর ভাইরা সংঘবদ্ধ ভাবে আমার ভূয়া ওয়ারিশ সাজিয়া গহিরা ইউপিস্থ সর্দার পাড়া এলাকার জাহিদ মিয়া ও জেসমিন আক্তারকে ৪৮৩৯ নং কবলা মূলে আমার জমি বিক্রি করিয়াছে , যাহা আমি কখনো জানতামনা।

আমার জমিনে উল্লেখিত ব্যাক্তিরা জমিন দখলের চেষ্টা করিলে আমি তাতে বাঁধা দিই,পরে জানিতে পারি যে,আনন্দ মোহন দত্ত ও তার অপরাপর ভাইরা আমার ভূয়া ওয়ারিশ সাজিয়া জাহিদ মিয়া ও জেসমিন আক্তার বরাবর আমার জমি বিক্রি করে দিয়েছে,অথচ আনন্দ মোহন দত্ত ও তার অপরাপর ভাইরা আমার কোন ওয়ারিশ নন।তারা মিথ্যার আশ্রয় নিয়ে আমার ভুয়া ওয়ারিশ সাজিয়া আমার জমি বিক্রি করিয়াছে মর্মে জানতে পেরে আমি ওই ভুয়া ওয়ারিশ মোহন দত্ত গং সহ উল্লেখিত ভূয়া দলিলের বিরুদ্ধে পটিয়া সহকারী জজ আদালতে সি,আর.২৭২/১৭ ইং ও অপর- ২৬/১৮ নং মামলা দায়ের করেছি,যাহা পটিয়া সিনিয়র সহকারী জজ আদালতে বদলী হয়ে ৮৬৫/২২ ইং মামলা হিসেবে বর্তমানে বিচারাধীনে আছে।

কিন্তু এরই মধ্যে বিবাদীরা রাতের আঁধারে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জমি ভরাট করে নিচ্ছে।আমি অসহায় মহিলা কোন উপায় দেখে বুধবার আনোয়ারা থানায় উপরোক্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছে বলেও জানান শতবছরের বিধবা মহিলা ননী বালা দেব।

ননী বালার ছেলে দুলাল দেব ও সুলাল দেব জানায়,জায়গাটি আমার নানা যোগেন্দ্র দেব থেকে আমাদের মা- ননী বালা দেব ওয়ারিশ সুত্রে পেয়েছে।সেই হিসেবে ছোট বেলা থেকেই জমিতে আমরা ভোগ দখলে আছি,এরই মধ্যে আনন্দ মোহন দত্ত ও তার অপরাপর ভাইরা ভূয়া ওয়ারিশ সেজে জায়গাটি গহিরা এলাকার জাহিদ মিয়া ও জেসমিন আক্তারকে বিক্রি করার কথা বলে রাতের আঁধারে মাটি ভরাট করে দখল করে নিচ্ছে।

এসময় তারা আরো বলেন,অভিযুক্ত জমি নিয়ে দুইটি মামলা আদালতে বর্তমানে বিচারাধীন আছে। তবুও তারা আমাদের জায়গাতে মাটি ভরাট করে নিচ্ছে, তাদেরকে বাঁধা দিলে আমাদের মন্ত্রির ভয়সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে আনন্দ মোহন দত্ত সহ স্থানীয় প্রভাবশালী দিপংকর ও পিউস দত্তরা এমন অভিযোগ সুলাল ও দুলালদের।সরকার ও প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন ননী বালা দেব এর পরিবার।

স্থানীয় অরুন দত্ত বলেন,আমার বুদ্ধি বয়স থেকে অভিযুক্ত জায়গাটি ননী বালা দেব এর দখলে দেখেছি, কিন্তু আনন্দ মোহন দত্তরা কি মূলে দাবি করতেছে সেটা জানিনা। এব্যাপারে আনোয়ারা থানা পুলিশ এএস আই মোহাম্মদ হাসান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,জায়গা ভরাটের বিষয়ে ননী বালা দেব থানায় অভিযোগ দায়ের করেছে, অভিযোগটি তদন্তাধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD