কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০দশমিক ৯%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৪০মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৩০জানুয়ারী বিকেল থেকে ৩২জানুয়ারী বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪১হাজার ৪৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৫০জন,লাকসাম ২৭জন,বুড়িচং০৭ জন,ব্রাক্ষণপাড়া ০৯ জন,দাউদকান্দি ০৭জন,সদর দক্ষিণ ০৪জন,আর্দশ সদর০১ জন, মনোহরগন্জ ০৫ জন,বরুড়া২৩জন,লালমাই০২ জন,নাঙ্গলকোট০১ জন,মুরাদনগর ০৮ জন,মেঘনা০৩ জন,হোমনায় ০৩ জন,দেবিদ্বার ২৪জন,চান্দিনা ০২জন।
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬২জন।আজকের মৃত্যু আর্দশ সদর ১জন,চান্দিনা ১জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৩৫ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ১৫জন,লাকসাম ১০ জন,বরুড়া১০ জন,নাঙ্গলকোট০৩ জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৫৪৪জন হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।