কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আবদুর রশিদ (৭০) নামে এক ব্যক্তি ভোট দিতে পারেননি। এ কারণে কেন্দ্রের এক কোণে বসে কান্না করছেন। সোমবার (৩১ জানুয়ারি) এমন চিত্র দেখা গেছে ওই ইউনিয়নের চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।
ভুক্তভোগী আবদুর রশিদ বলেন, আমার বাড়ি চন্দনাইল পূর্বপাড়া। আমি শ্বাসকষ্টের রোগী। দুই মাইল হাইট্টা আইয়াও ভোট দিতারছি না। সংগ্রামের আগে জন্ম। ৭০-এর নির্বাচনে ভোট দেওন শুরু করছি। আগে কেমনে দিতাম আর এক্কন কেমনে দেয়, কিচ্ছু বুঝতারি না।
তিনি আরও বলেন, অফিসার কইছে আমার আতের (হাত) দাগ মুইচ্ছা গেছে তাই ভোট দিতারমু না। আমি এক্কন কী করতাম? আমি কেমনে ভোট দিয়াম। এত কষ্ট কইরা আইয়াও ভোট দিতে পাইরাম না কিয়ারে? চন্দনাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এই বিষয়টি শুনেছি। একজন ভোট দিতে পারেনি। আমি তাকে বলেছি আজ দুপুরের পর ভোটারের ভিড় কমলে কেন্দ্রে এলে আমি ভোট দিতে সাহায্য করব। ওই কেন্দ্রে ভোটারের সংখ্যা ২ হাজার ৪৬৭টি। পুরুষ ভোটার ১ হাজার ২৩৩ ও নারী ভোট ১ হাজার ২৩৪টি। এ পর্যন্ত ভোটার পরিস্থিতি ভালো। উল্লেখ্য, ষষ্ঠ ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।