মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিকাল ৪টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে বইছে হিমেল হাওয়া। মাঘ মাসের বৃষ্টিকে মঙ্গলজনক মনে করা হলেও আজকের বৃষ্টিতে বিপাকেও পড়েছেন অনেকে। এমন আশংকা করছেন অনেকে। বৃষ্টিতে রাস্তা-ঘাট কর্দমাক্ত হয়ে পড়ছে।
মৌসুমি সবজি ও শীতের ফুল গাছের ক্ষতি হতে পারে এ বৃষ্টিতে। যারা শীতের গরম কাপড় না নিয়ে দৈনন্দিন কাজের উদ্দেশ্য বের হয়েছেন তাদেরকে আকস্মিক বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন। টানা বৃষ্টিতে ঘরমুখী মানুষজনকে দুর্ভোগে পড়তে হয়েছে। সড়কগুলোকে যান চলাচল কমে গেছে। ঘরে ফেরা মানুষ গুলো যাতায়াতের জন্য ঘরে ফেরার যান নেই বললেই চলে।
শ্রীমঙ্গলের থানার সামনে চা ব্যবসায়ী রাহুল পুরকায়স্থ বলেন, আমারা একদিকে করোনার ভয়াবহতা এখন এই বৃষ্টির জন্য সব মিলিয়ে ভালো নেই, খুবই সমস্যার মাঝে বেঁচে থাকার মত চলে যাচ্ছে। লোক জন ও নেই এজন্য ব্যবসা ও নেই।
কমলগঞ্জ থানার সামনের চা দোকানি নাদিম মিয়া বলেন, হঠাৎ বৃষ্টিতে কাস্টমার কমে গেছে। বিকাল হলেই বেচাকেনা বেশি হতো। বৃষ্টিতে লোকজন বাহির না হওয়ায় আয় কম।
নছতরপুর গ্রামের সবজি চাষি সামুয়েল মিয়া বলেন, আমার কিছু টমোটো বাগান রয়েছে। বৃষ্টিতে সমস্যার পড়তে হবে মনে হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন বলেন, এ ধরনের বৃষ্টি ফসলের জন্য ভালো। মাটি শুকিয়ে আছে পানি পেলে সজিবতা ফিরে পাবে।